প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্তসংক্রান্ত সমস্যা সমাধানে কৌশল ও সতর্কতার সঙ্গে এগোতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে সীমান্তপথ ব্যবহার করে যেন বাংলাদেশের কোনো অপরাধী বা সন্ত্রাসী পালাতে না পারে, সে বিষয়ে আরও কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি দিবস উপলক্ষে রাজধানীর পিলখানায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাকারবারি ও অপরাধীদের আইনের আওতায় আনতে হবে এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। পাশাপাশি বিজিবি সদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
বিজিবি বাহিনীর উদ্দেশে তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচন উৎসবমুখর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা বিজিবির একটি বড় দায়িত্ব। সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে বিজিবি একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
Leave a Reply
You must be logged in to post a comment.