আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে দারুণ পারফরম্যান্সের পর মানবিক উদ্যোগে সবাইকে ছুঁয়ে গেলেন টাইগার পেসার শরিফুল ইসলাম। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল হাতে ১ উইকেট ও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি, জেতেন ম্যাচসেরার পুরস্কার।
এর পরদিনই সামাজিক মাধ্যমে শরিফুল ঘোষণা দেন— এখন থেকে যতবার তিনি ‘ম্যান অব দ্য ম্যাচ’ হবেন, প্রতিবারই সেই পুরস্কারের অর্থ নিজের এলাকার অসহায় মানুষদের মধ্যে বিতরণ করবেন। পঞ্চগড়ের এই তরুণ ক্রিকেটার লিখেছেন,
“আলহামদুলিল্লাহ। ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়। আজ থেকে আমি একটা ছোট উদ্যোগ নিচ্ছি — আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে যতবার ম্যান অব দ্য ম্যাচ হব, প্রতিবারই সেই পুরস্কারের অর্থ আমার এলাকার অসহায় মানুষদের মাঝে সহযোগিতা হিসেবে বিতরণ করব, ইনশাআল্লাহ।”
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচসেরার পুরস্কার হিসেবে পাওয়া ৫০ হাজার আফগানি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৯ হাজার টাকা) সম্পূর্ণ দান করছেন শরিফুল।
এর আগেও নিজের জন্মস্থান পঞ্চগড়ের উন্নয়ন ও সামাজিক সমস্যা নিয়ে সরব ছিলেন এই পেসার। এলাকাবাসীর স্বাস্থ্যসেবার জন্য ১০০০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবিও তুলেছিলেন তিনি।
বাংলাদেশ এখন আফগানদের বিপক্ষে হোয়াইটওয়াশের মিশনে মাঠে নামবে রোববার (৫ অক্টোবর)।
Leave a Reply