আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত ১৩ লাখ ৫৮ হাজার ৪১২ জন ভোটার নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২৯ মিনিট পর্যন্ত এই সংখ্যক ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন।
নিবন্ধিত ভোটারদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১১ লাখ ৫৬ হাজার ৫২৫ জন এবং নারী ভোটার ২ লাখ ১ হাজার ৮৮৫ জন। ইসি জানায়, প্রবাসী বাংলাদেশি ভোটারদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং কর্মস্থলের কারণে নিজ নির্বাচনী এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা এই পোস্টাল ভোট ব্যবস্থার আওতায় নিবন্ধন করছেন।
সকাল ১০টা পর্যন্ত নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিল ১৩ লাখ ৭ হাজার ৯৩ জন। এর মধ্যে পুরুষ ছিলেন ১১ লাখ ২২ হাজার ২৮৭ জন এবং নারী ভোটার ছিলেন ১ লাখ ৮৪ হাজার ৮০৬ জন।
প্রবাসী ভোটারদের মধ্যে সর্বাধিক নিবন্ধন হয়েছে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের। দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ ২৩ হাজার ৬০৯ জন প্রবাসী ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এছাড়া মালয়েশিয়ায় ৭৬ হাজার ৬৬০ জন, কাতারে ৭৩ হাজার ৪৬৮ জন, ওমানে ৫১ হাজার ১৬৩ জন এবং কুয়েতে ৩৩ হাজার ৬০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধিত হয়েছেন।
দেশের অভ্যন্তরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৫ লাখ ৮৪ হাজার ৩৪৭ জন ভোটার। জেলাভিত্তিক হিসাবে কুমিল্লা জেলা শীর্ষে রয়েছে, যেখানে নিবন্ধন করেছেন ৯৯ হাজার ৯১৫ জন। এর পরেই রয়েছে ঢাকা (৯৩ হাজার ৪৬৫ জন) এবং চট্টগ্রাম (৮৩ হাজার ৭৫৯ জন)।
আসনভিত্তিক নিবন্ধনের হিসাবে ফেনী-৩ আসন সবচেয়ে এগিয়ে রয়েছে ১৫ হাজার ১৬৪ জন ভোটার নিয়ে। এরপর রয়েছে চট্টগ্রাম-১৫ আসন (১২ হাজার ৭৪০ জন) এবং নোয়াখালী-১ আসন (১২ হাজার ৬১২ জন)।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ১৪ দিনে বিশ্বের ৭৫টি দেশে অবস্থানরত ৫ লাখ ৮১ হাজার ৬৮৯ জন প্রবাসী ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, এর মধ্যে সর্বাধিক ১ লাখ ৮৭ হাজার ৪৪৩টি ব্যালট পাঠানো হয়েছে সৌদি আরবে। এছাড়া মালয়েশিয়ায় পাঠানো হয়েছে ৬৬ হাজার ৫৭৭টি এবং কাতারে ৬৪ হাজার ৭০০টি ব্যালট।
ভোটারদের ব্যাপক আগ্রহের কারণে পোস্টাল ভোট নিবন্ধনের সময়সীমা আগামী ৫ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আগে নিবন্ধনের শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর। তবে প্রবাসী এবং দেশের ভেতরে থাকা তিনটি ক্যাটাগরির ভোটারদের অনুরোধের প্রেক্ষিতে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বর্তমানে বিশ্বের ১৪৮টি দেশ থেকে প্রবাসী ভোটাররা নিজ নিজ দেশের মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে পারছেন। পাশাপাশি আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্যও এই ব্যবস্থায় নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.