গাজার আকাশে ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় অন্তত ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা সিটির আরও একটি বহুতল ভবন ধ্বংস করা হয়েছে। এ নিয়ে গাজা উপত্যকার সবচেয়ে বড় নগরকেন্দ্র দখলের অভিযানে অন্তত ৫০টির বেশি ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী।
এদিকে দখলকৃত পূর্ব জেরুজালেমে এক বন্দুক হামলায় ছয়জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, এ হামলার জন্য পশ্চিম তীরের দুই ফিলিস্তিনিকে দায়ী করা হচ্ছে। ঘটনাস্থলেই তাদের গুলি করে হত্যা করেছে পুলিশ।
একই সময়ে পশ্চিম তীরের বিভিন্ন শহরে অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের আটক ও বসতভিটা ধ্বংস করছে ইসরায়েলি সেনারা।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসন গাজা সংকটের সমাধানে কাজ করছে। হামাসকে দেওয়া তার “শেষ সতর্কতা” ঘোষণার কয়েক ঘণ্টা পর এ মন্তব্য করেন তিনি।
মানবাধিকার সংস্থার তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত অন্তত ৬৪ হাজার ৫২২ জন নিহত হয়েছেন এবং ১ লাখ ৬৩ হাজার ৯৬ জন আহত হয়েছেন। এছাড়া হাজারো মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। অপরদিকে, গত ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।
Leave a Reply