রাশিয়া জানিয়েছে, তারা পূর্ব ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর পোকরভস্ক দখল করেছে। প্রায় দুই বছর অবরুদ্ধ থাকার পর এ শহরটির পতনের ঘোষণা দেয় মস্কো। সোমবার ক্রেমলিন এক টেলিগ্রাম পোস্টে এ তথ্য প্রকাশ করে, যেখানে রাশিয়ার চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভের উদ্ধৃতি দেওয়া হয়। একই সঙ্গে তিনি জানান, খারকিভ অঞ্চলের ভভচানস্ক শহরটিও রুশ বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে।
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, গেরাসিমভ এসব অগ্রগতির তথ্য রবিবার রাতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানান, যখন তিনি সামনের সারির একটি কমান্ড সেন্টার পরিদর্শন করেন।
পোকরভস্ক দোনেৎস্ক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক্স ও পরিবহন কেন্দ্র, যা রাশিয়া ইতোমধ্যে সংযুক্ত করার দাবি করেছে এমন চারটি পূর্বাঞ্চলীয় অঞ্চলের একটি। প্রায় ৬০ হাজার মানুষের শহরটি গত কয়েক সপ্তাহ ধরে রুশ ড্রোন, গোলাবর্ষণ ও বিমান হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে; বহু ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ইউক্রেন এখনো শহরটি হারানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। তবে রয়টার্স জানিয়েছে, রুশপন্থী সূত্র পোকরভস্কের রাস্তায় সৈন্যদের মার্চ করা ও রুশ পতাকা ওড়ানোর একটি ভিডিও প্রচার করছে।
পুতিন রুশ বাহিনীকে অভিনন্দন জানিয়ে বলেন, “ক্রাসনোআর্মেইস্ক (পোকরভস্কের রুশ নাম) নিয়ে তোমাদের কাজের জন্য ধন্যবাদ। কমান্ড, সৈন্য—সবাইই কঠোর পরিশ্রম করছে।”
অন্যদিকে, যুদ্ধ বন্ধে নতুন কূটনৈতিক আলোচনার অংশ হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন। জেলেনস্কি বলেছেন, তার অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে—মস্কোর কাছে কোনো ভূখণ্ড ছেড়ে না দেওয়া, যাতে রাশিয়ার দখলদারিত্ব বৈধতা না পায়।
Leave a Reply
You must be logged in to post a comment.