চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতাদের উপস্থিতিতে বেইজিংয়ে আয়োজিত বিশাল সামরিক কুচকাওয়াজকে কেন্দ্র করে কড়া সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেন, শি জিনপিং, ভ্লাদিমির পুতিন ও কিম জং উন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ কুচকাওয়াজে চীন প্রদর্শন করে তাদের সর্বাধুনিক অস্ত্রসম্ভার। এর মধ্যে ছিল ডি৫-৫সি ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক মিসাইল, স্থলভিত্তিক মানবহীন যুদ্ধ ব্যবস্থা, উন্নত সাবমেরিন এবং এমনকি একটি লেজার অস্ত্র, যা বিশেষজ্ঞদের মতে ইলেকট্রনিক্স অকার্যকর করে দিতে সক্ষম এবং ‘অন্ধ পাইলটদেরও ক্ষতিগ্রস্ত করতে পারে’।
শি জিনপিং কুচকাওয়াজ উদ্বোধনকালে সতর্ক করেন যে, বিশ্ব এখনও ‘শান্তি অথবা যুদ্ধের’ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। তিনি আরও বলেন, “চীন অপ্রতিরোধ্য।”
তবে যুক্তরাষ্ট্রে বসেই সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প তীব্র প্রতিক্রিয়া জানান।
তিনি লেখেন,
“আপনারা যেহেতু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে আমার উষ্ণ শুভেচ্ছা জানাবেন।”
যদিও বার্তার শেষে তিনি শি জিনপিং ও চীনা জনগণকে শুভেচ্ছা জানাতেও ভোলেননি।
এদিকে, ট্রাম্পের অভিযোগের জবাব দিয়েছে রাশিয়া। ক্রেমলিনের পররাষ্ট্র নীতি সহকারী
ইউরি উশাকভ বলেন,
“কেউ কোনো ষড়যন্ত্র করেনি, করছে না, এমনকি এ ধরনের চিন্তাভাবনাও কারও মধ্যে নেই। শি, পুতিন কিংবা কিম— কারও মাথায় এমন ধারণা পর্যন্ত আসেনি।”
Leave a Reply