ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শর্ত মেনে যুদ্ধের অবসান ঘটাতে বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, সাম্প্রতিক এক বৈঠকে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে একাধিকবার উত্তপ্ত বিতর্ক এবং চিৎকার-চেঁচামেচির ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প বৈঠকে বারবার পুতিনের বক্তব্যের উদাহরণ টেনে এনে জেলেনস্কিকে দোনবাস অঞ্চল মস্কোর কাছে ‘সমর্পণ’ করার পরামর্শ দেন। ইউরোপীয় এক কর্মকর্তার বরাতে ফিন্যান্সিয়াল টাইমস জানায়, ট্রাম্প জেলেনস্কিকে সতর্ক করে বলেন, “তুমি যুদ্ধে হারছো, আর যদি পুতিন চায়—সে তোমাকে ধ্বংস করে দেবে।”
এছাড়া বৈঠকের এক পর্যায়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের মানচিত্র সরিয়ে রাখতে বলেন ট্রাম্প, যা তার আলোচনায় অনাগ্রহের ইঙ্গিত দেয়। চলমান সংঘাত নিয়ে হতাশা প্রকাশ করে তিনি আরও বলেন, “এই রেড লাইন কোথায়, আমি জানি না। আমি কখনো সেখানে যাইনি।”