আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অতীতের মতো আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তার মতে, একটি নির্দিষ্ট দলের প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর ‘ঝুঁকে পড়া’ এবং প্রশাসনের ‘আনুগত্য’ দেশকে আবারও ধ্বংসের পথে ঠেলে দিতে পারে।
বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীতে জামায়াতে আমিরের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের জানান, বৈঠকে ইইউ প্রতিনিধিদের কাছে জামায়াতের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশার কথা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে প্রশাসন একটি দলকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে, যা নির্বাচন ব্যবস্থার প্রতি জনআস্থাকে প্রশ্নবিদ্ধ করছে।
তিনি সরকার ও নির্বাচন কমিশনের প্রতি পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
জামায়াত ক্ষমতায় এলে সরকার গঠনের ক্ষেত্রে সব রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এগোনোর পরিকল্পনা রয়েছে বলেও জানান নায়েবে আমির।
এদিকে, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ১০টি আসন ছাড় দেওয়ার যে গুঞ্জন রয়েছে, সেটিকে ‘কাল্পনিক’ বলে উড়িয়ে দেন তিনি। পাশাপাশি জানান, জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মধ্যে নির্বাচনী আসন সমঝোতা শিগগিরই চূড়ান্ত হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.