সপ্তাহখানেক ধরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে হামলা-প্রতিহামলা অব্যাহত। ৯ অক্টোবর কাবুলে হামলা করে শুরু করে পাকিস্তান। সম্প্রতি পাকতিকা প্রদেশের উরগান জেলায় বিমান হামলায় আফগানিস্তানের ৮ বেসামরিক নাগরিক নিহত হন, যার মধ্যে ৩ ক্রিকেটারও রয়েছেন। আহত অন্তত ৭ জন। নিহত ক্রিকেটাররা হলেন কবীর, সিবগাতুল্লাহ ও হারুন, যারা প্রীতি ম্যাচ খেলতে শারানায় গিয়েছিলেন।
আফগানিস্তানের সাদা বলের অধিনায়ক রশিদ খান ফেসবুকে এই হামলাকে বর্বরোচিত ও অমানবিক আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “নারী, শিশু এবং উচ্চাকাঙ্ক্ষী তরুণ ক্রিকেটারদের প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে আক্রমণ করা সম্পূর্ণ অনৈতিক এবং বর্বর। এটি মানবাধিকারের গুরুতর লঙ্ঘন।”
এই হামলার প্রতিবাদে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) নভেম্বরের ত্রিদেশীয় টি-২০ সিরিজ থেকে পাকিস্তানে অংশগ্রহণ বাতিল করেছে। রশিদ খান এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, “মূল্যবান নিরীহ আত্মাদের হারানোর প্রতিবাদে আমাদের জাতীয় মর্যাদা অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। এই কঠিন সময়ে আমি আমাদের জনগণের সঙ্গে আছি।”