1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

পাকিস্তানি শিল্পীদের ভারতে নিষিদ্ধের দাবিতে নতুন করে সরব বলিউড

ডেস্ক রিপোর্ট
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৩৮ Time View

ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে সম্প্রতি এক বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দেশটির পাকিস্তানের প্রতি অবস্থান আরও কঠোর হয়েছে। হামলায় ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নিহত হন, যা ২০১৯ সালের পর সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে ধরা হচ্ছে। এই ঘটনার পর নয়াদিল্লি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার লক্ষ্যে একের পর এক পদক্ষেপ নিতে শুরু করেছে।

নতুন করে পাকিস্তানি শিল্পীদের ভারতে নিষিদ্ধ করার দাবি জোরালো হয়েছে। ইতোমধ্যে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের (FWICE) সভাপতি অশোক দুবে পাকিস্তানি শিল্পীদের স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “দেশের নিরাপত্তা সবার আগে। পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কোনো ভারতীয় শিল্পী কাজ করলে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে ভারতের ফিল্ম ফেডারেশন অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পণ্ডিতও একই ধরনের বার্তা দিয়েছিলেন। ফলে ভারতে মুক্তি পাচ্ছে না পাকিস্তানি সুপারস্টার ফাওয়াদ খানের নতুন সিনেমা ‘আবির গুলাল’। আট বছর পর বলিউডে ফেরার পরিকল্পনা করেও ফিরতে পারছেন না তিনি।

ফেডারেশন সূত্র জানায়, ইতিমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়ে পাক শিল্পীদের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার দাবি জানানো হয়েছে।

এদিকে, ভারতের জলশক্তিমন্ত্রী সিআর পাতিল জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করা হয়েছে। যদিও বর্তমানে ভারতের হাতে পানির প্রবাহ আটকানোর মতো প্রয়োজনীয় অবকাঠামো নেই, তবে ভবিষ্যতে এই উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

দিল্লিতে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকেও পাকিস্তানবিরোধী কঠোর পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। সরকার পক্ষ স্পষ্ট করে জানায়, সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত তাৎক্ষণিক নয়, বরং কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

অন্যদিকে পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যদি সিন্ধু নদীর পানির প্রবাহ বন্ধ করা হয়, তবে তা যুদ্ধ ঘোষণার সামিল হবে এবং তারা প্রয়োজনীয় প্রতিক্রিয়া দেখাবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss