আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকা সত্ত্বেও নির্বাচনী প্রতীকের তালিকায় ‘নৌকা’ প্রতীক বহাল রাখার সিদ্ধান্তে প্রশ্ন তুলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলছেন, এই সিদ্ধান্তে নির্বাচন কমিশন (ইসি) জনগণের স্পষ্ট বার্তাকে অগ্রাহ্য করেছে।
মঙ্গলবার (১৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন,
“অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? কার এজেন্ডা বাস্তবায়নে এই প্রতীক রক্ষা করা হচ্ছে?”
তিনি আরও লেখেন,
“আমি সরকারে থেকে সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্রশ্ন করছি না—রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে প্রশ্ন করছি। নির্বাচন কমিশন কোনো সরকারি দপ্তর নয়।”
এর আগে, ১৩ জুলাই নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন,
“যতদিন কোনো দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসে, ততদিন তাদের বরাদ্দকৃত প্রতীক বাতিল করার সুযোগ নেই। প্রতীকগুলো ইসির সংরক্ষিত সম্পদ।”
তিনি আরও জানান, আওয়ামী লীগের নিবন্ধন ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত হলেও, ‘নৌকা’ প্রতীক আপাতত নির্বাচনী তফসিলেই থাকবে।
Leave a Reply