বিপিএলের নিলাম শেষ হলেও ফ্র্যাঞ্চাইজিগুলো এখনো সরাসরি চুক্তির মাধ্যমে দলের শক্তি বাড়াতে ব্যস্ত। সেই ধারাবাহিকতায় নোয়াখালী এক্সপ্রেস দলে ভিড়িয়েছে দুই উদীয়মান তারকাকে—পাকিস্তানের ওপেনার মাজ সাদাকাত এবং আফগানিস্তানের চায়নাম্যান স্পিনার জহির খান।
সদ্য সমাপ্ত রাইজিং স্টার্স এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মাজ সাদাকাত। টুর্নামেন্টে ১২৯ গড়ে ২৫৮ রান করে পাকিস্তানের শিরোপা জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন এই বাঁহাতি ওপেনার। ব্যাটিংয়ের পাশাপাশি প্রয়োজন মতো স্পিন বোলিংয়েও দলকে সাহায্য করে থাকেন তিনি। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে নজর কাড়ার পর এখন নিয়মিত খেলছেন পাকিস্তান ‘এ’ দলে। পিএসএল ও নেপাল প্রিমিয়ার লিগেও খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি আলো ছড়াতে না পারলেও ফ্র্যাঞ্চাইজি লিগে বেশ পরিচিত মুখ জহির খান। আইপিএল, পিএসএল, বিগ ব্যাশ, সিপিএলসহ বড় বড় লিগে খেলেছেন আফগানিস্তানের এই স্পিনার। টি-টোয়েন্টিতে ১২৬ ইনিংসে তার ঝুলিতে আছে ১৪২ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ৬ টেস্ট, ১ ওয়ানডে ও ৪ টি-টোয়েন্টি ম্যাচ; নিয়েছেন মোট ২০ উইকেট।
সোমবার (৮ ডিসেম্বর) আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে এই দুই ক্রিকেটারকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। তাদের অন্তর্ভুক্তিতে ফ্র্যাঞ্চাইজিটির দল আরও ভারসাম্যপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply
You must be logged in to post a comment.