নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালত, উচ্ছেদ অভিযান চলাকালীন হামলার ঘটনা ঘটেছে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িসহ পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয় এবং প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ থাকায় যান চলাচল বন্ধ ছিল।
সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী জিলা স্কুলের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খানের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছিল। এ সময় সড়কের পাশে অবৈধভাবে পার্ক করা গাড়ি সরানো হলে ক্ষুব্ধ হয়ে গাড়ি মালিক ও চালকরা মাইজদী প্রধান সড়ক অবরোধ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।
ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেলা প্রশাসন জানিয়েছে, প্রাইভেটকার ও মাইক্রোচালকদের জন্য নতুন বাসস্ট্যান্ড পার্কিং স্পট নির্ধারণ করা হয়েছে। কিন্তু তারা সেখানে পার্কিং না করে প্রধান সড়কে এলোমেলোভাবে গাড়ি রাখায় যানজট সৃষ্টি করেছেন। আগেও একাধিকবার সতর্ক করা হয়েছে।
নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, “নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ রাখার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত পৌঁছে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করেছে।
Leave a Reply