গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর শর্টটাইম মেমোরি লসে ভুগছেন বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
রাশেদ খান বলেন, নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তিনি যখন কথা বলতে যাচ্ছেন, তখন কথাগুলো শেষ করতে পারছেন না এবং অসংলগ্নভাবে কথা বলছেন। অনেক সময় ওষুধ খাওয়ার দুই ঘণ্টা পরেই ভুলে যাচ্ছেন তিনি ওষুধ খেয়েছেন কি না। কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ছেন এবং পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছেন না। নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণও হারিয়ে ফেলছেন তিনি। ফলে তার অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়।
তিনি অভিযোগ করে বলেন, “নুরকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা না দেওয়ার জন্য একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে।” সরকারের পক্ষ থেকে নুরকে বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও বিষয়টি নিয়ে গড়িমসি করা হচ্ছে বলে দাবি করেন রাশেদ খান।
Leave a Reply