প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন ব্যবস্থা নিয়ে একগুচ্ছ সুপারিশ তুলে ধরেছে ন্যাশনাল পিপলস পার্টি (এনসিপি)। দলের মহাসচিব নাসিরউদ্দিন পাটোয়ারী জানান, ঋণ খেলাপি প্রার্থীদের তথ্য যাচাই, আচরণবিধি সংস্কার এবং নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণ—এসব বিষয়ে নির্বাচন কমিশনকে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) রাজধানীতে নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এনসিপি প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাটোয়ারী বলেন,
গত ১৫ বছরে দেখা গেছে, অনেক প্রার্থী হলফনামায় অসত্য তথ্য দিয়ে প্রার্থী হয়েছেন। তাদের অনেকেই ঋণ খেলাপি ছিলেন। এ বিষয়ে নির্বাচন কমিশন যেন আগেই সঠিক তদন্ত করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়—আমরা সেই দাবি জানিয়েছি।”
তিনি আরও জানান, প্রার্থীদের হলফনামা গ্রহণের আগে নির্বাচনের কমপক্ষে তিন মাস পূর্বে তথ্য যাচাইয়ের জন্য নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজন হলে মামলা নিষ্পত্তির দ্রুত ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে। নির্বাচন কমিশন এই বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছে বলে জানান তিনি।
এনসিপির পক্ষ থেকে আচরণবিধি এবং নির্বাচনী ব্যয়ের নীতিমালা সংস্কারের দাবিও জানানো হয়। পাটোয়ারী বলেন, “আমরা চাই, এমন একটি পরিবেশ গড়ে উঠুক যেখানে ভোটাররা ভয়-ভীতি ছাড়াই ভোট দিতে পারেন। অর্থ, পেশি ও অস্ত্রশক্তির প্রভাব মুক্ত নির্বাচনই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশে পুরনো রাজনৈতিক সংস্কৃতির জায়গা নেই। মানুষকে ভয় দেখিয়ে ভোট লুটপাট, সহিংসতা ও দমন-পীড়নের দিন শেষ করতে হবে।”