1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন

নির্বাচন নিয়ে টালবাহানা হলে জনগণই সরকারকে উৎখাত করবে: চরমোনাই পীর

নিউজডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩ Time View

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর রেজাউল করীম সতর্ক করে বলেছেন, “নির্বাচন নিয়ে টালবাহানা করলে দেশের জনগণই সরকারকে উৎখাত করবে।” মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ২টায় বরিশাল বেলস পার্ক মাঠে আট ইসলামী দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।

রেজাউল করীম বলেন, যেমনটি ফ্যাসিবাদী সরকারকে পতন ঘটিয়ে আগের অবস্থা পরিবর্তন হয়েছে, ভবিষ্যতেও জনগণ একইভাবে অন্যায়-অবিচারের বিরুদ্ধে দাঁড়াবে। তিনি জানান, বাংলাদেশে খুনি, চাঁদাবাজ, টেন্ডারবাজ ও অর্থপাচারকারীদের আর কোনো স্থান হবে না।

তিনি আরও বলেন, “আমরা দেশকে অশান্তির দিকে নিয়ে যেতে চাই না; বরং দেশের স্বাধীনতা, ন্যায়বিচার ও মানুষের নিরাপত্তা নিশ্চিতের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন চালাচ্ছি। যারা দেশের পরিবেশ অশান্ত করতে চায়—তাদের অবস্থান বাংলাদেশে হবে না।”

চরমোনাই পীর অভিযোগ করেন, ক্ষমতায় থাকা অবস্থায় যেসব রাজনীতিবিদ দেশের সম্পদ বিদেশে পাচার করেছেন, জনগণ তাদের আর সুযোগ দেবে না। তিনি সকলকে ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আরও বলেন, “আপনারা বহু ধরনের শাসন দেখেছেন, এবার ইসলামকে সুযোগ দিন। আমরা ন্যায়-সুশাসন ও সুশৃঙ্খল রাষ্ট্রব্যবস্থা উপহার দেবো ইনশাআল্লাহ। ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি, খুনাখুনি বা দুর্নীতি থাকবে না।”

সমাবেশের সভাপতি ও জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আট দল ঐক্যবদ্ধ হয়েছে। তিনি জনগণকে আহ্বান জানান—
“কোরআনের আইন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হোন। আমরা মানব-রচিত সংবিধানের পরিবর্তে ইসলামী বিধান দেখতে চাই। সংবিধান থেকে ইসলামবিরোধী ধারা বাতিল করতে চাই।”

তিনি আরও দাবি করেন, একটি দল নিষিদ্ধ করা হলেও তাদের সহযোগীদের বিচার না হওয়া অন্যায়।

সমাবেশে পাঁচ দফা দাবি, জুলাই সনদের আইনি ভিত্তি, জাতীয় নির্বাচনের আগে গণভোট, লেভেল প্লেয়িং ফিল্ড, পিআর পদ্ধতি, চব্বিশের গণহত্যার অভিযোগে ১৪ দলসহ দায়ীদের বিচার  তুলে ধরা হয়।

এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।

মুফতী সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, ড. শফিকুল ইসলাম মাসুদ, মাওলানা আব্দুল বাসির আজাদ, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, মাওলানা জালালুদ্দিন, মাওলানা আতাউল্লাহ আমিন, রাশেদ প্রধান, অধ্যাপক ইকবাল হোসেনসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss