1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

নির্বাচনের ষড়যন্ত্রের আশঙ্কা থাকলেও প্রধান উপদেষ্টা আন্তরিক: মুশফিকুর রহমান

নিউজডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৪ Time View

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান বলেছেন, দেশে চলমান অস্থিরতার মধ্যে যে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের আশঙ্কা করা হচ্ছে, তার পরও প্রধান উপদেষ্টা নির্বাচন আয়োজন নিয়ে অত্যন্ত আন্তরিক। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে কসবা পৌর শহরের স্টেশন এলাকায় আয়োজিত এক শোকসভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয়।

মুশফিকুর রহমান বলেন, “বর্তমানে যে সব কাণ্ডকারখানা চলছে, তাতে অনেকে মনে করছেন নির্বাচন হবে না। তবে আমার ধারণা নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা অত্যন্ত আন্তরিক।” তিনি আরও বলেন, “গত ১৬ বছর পর মানুষের কথা বলার সুযোগ এসেছে। এবারের নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আশা করি আমি প্রতীক পাব এবং জয়ী হব।”

সাবেক এমপি মুশফিকুর রহমান এলাকার দীর্ঘমেয়াদি উন্নয়ন বঞ্চনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, “গত ১৭ বছর কসবা-আখাউড়ার অবস্থা খুবই খারাপ ছিল। রাস্তা ভেঙে চলাচল কষ্টকর, বেকার সমস্যা প্রকট, মানুষের মনে আনন্দ নেই। বিএনপি ক্ষমতায় এলে এই সমস্যা সমাধান সম্ভব।”

অন্যান্য রাজনৈতিক দল প্রসঙ্গে তিনি বলেন, “এনসিপি একটি নতুন দল, যুবকেরা যুক্ত, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। জামায়াতও নির্বাচনে অবদান রাখার চেষ্টা করছে। এটি রাজনীতির জন্য শুভ লক্ষণ।”

বিদেশি হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে মুশফিকুর রহমান মন্তব্য করেন, “বিদেশিরা কী করছে আমরা জানি না। জনগণ নির্বাচন চায়। আমরা জনগণের রাজনীতি করি, বিদেশি রাজনীতি করি না। আমাদের রাজনীতি কখনো বিক্রি হয় না।”

অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি মুহাম্মদ ইলিয়াস সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় ও জেলা বিএনপি ও কৃষকদলের নেতৃবৃন্দসহ কসবা-আখাউড়া বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে মুশফিকুর রহমান ছাড়াও জেলা বিএনপি নেতা কবীর আহমেদ ভূঁইয়া দলীয় মনোনয়ন পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss