নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ বিশ্বকাপে জাতীয় দল পাঠাবে না। বিষয়টি নিশ্চিত করতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কে ই-মেইল পাঠানো হয়েছে, যাতে ভেন্যু পরিবর্তনের ব্যবস্থা করা যায়।
সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত জরুরি বোর্ড সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ক্রিকেটারদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। ভারতের বর্তমান পরিস্থিতিতে দলের নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল। স্কোয়াডে ছিলেন:
লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মো: সাইফুদ্দিন ও শরিফুল ইসলাম।
বিসিবির জরুরি সিদ্ধান্ত অনুযায়ী নাজমুল হোসেন শান্ত স্কোয়াডে নেই। তার পরিবর্তে উইকেটের পেছনে লিটনের সঙ্গী হিসেবে রাখা হয়েছে নুরুল হাসান সোহানকে। এছাড়া জাকের আলী অনিকও জায়গা পাননি।
টি-২০ বিশ্বকাপের এবারের আসর শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। এদিন বাংলাদেশের যাত্রা শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে, যেখানে লিটন-কুমার-দাস ও তাসকিন আহমেদ নেতৃত্বে খেলবেন।
বিসিবি বলেছে, আন্তর্জাতিক বোর্ডের সঙ্গে সমন্বয় করে বিশ্বকাপের নতুন ভেন্যু ও নিরাপত্তা বিষয়ক ব্যবস্থা করা হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.