নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি, ফলে ইতিহাস গড়ে শহরটির প্রথম মুসলিম মেয়র হতে যাচ্ছেন তিনি।
বুধবার (৫ নভেম্বর) এ তথ্য জানায় আল জাজিরা, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর বরাতে। প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্ক সিটির নিবিড়ভাবে পর্যবেক্ষিত মেয়র নির্বাচনে স্বাধীন প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করে বিজয় অর্জন করেছেন জোহরান মামদানি।
এবারের নির্বাচনে ৭ লাখ ৩৫ হাজার ৩১৭ জন আগাম ভোট দিয়েছেন— যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া নিউইয়র্কের ইতিহাসে সর্বোচ্চ আগাম ভোটের রেকর্ড।
ভোটগ্রহণ শুরু হয় স্থানীয় সময় সকাল ৬টায় এবং শেষ হয় রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টা)।
ডেমোক্রেট প্রার্থী মামদানি অ্যাস্টোরিয়া এলাকার এক ভোটকেন্দ্রে নিজের ভোট প্রদান করেন। তিনি নির্বাচনী প্রচারণায় জীবনযাত্রার ব্যয় কমানো ও সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করার অঙ্গীকার করেছিলেন। তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা ছিল উল্লেখযোগ্য, যা ভোটে স্পষ্ট প্রতিফলিত হয়েছে।
বিশ্লেষকদের মতে, একজন মুসলিম প্রার্থীর নিউইয়র্কের মতো শহরে মেয়র পদে বিজয় মার্কিন রাজনীতিতে এক নতুন অধ্যায় রচনা করেছে।
তারা বলছেন, “ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি ছিল যুক্তরাষ্ট্রের প্রথম বড় নির্বাচন, যেখানে একজন মুসলিম প্রার্থী দৃঢ়ভাবে জনগণের সমর্থন পেয়ে জয়ী হয়েছেন— এটি বহুত্ববাদ ও সহনশীলতার এক প্রতীক।”
উগান্ডায় জন্ম নেওয়া জোহরান মামদানি পেশায় একজন সমাজকর্মী ও ডেমোক্রেটিক সোশ্যালিস্ট আন্দোলনের কর্মী। তিনি দীর্ঘদিন ধরে নিউইয়র্কের অভিবাসী অধিকার, ভাড়াটিয়া সংকট ও শিক্ষা সংস্কার নিয়ে কাজ করছেন।