এবারের নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) কলম্বোতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে।
প্রস্তুতি ম্যাচে ব্যর্থতার আক্ষেপ থাকলেও সাম্প্রতিক পরিসংখ্যান আত্মবিশ্বাস যোগাচ্ছে নিগার সুলতানা জ্যোতির দলকে। গত পাঁচ মোকাবিলার মধ্যে তিনটিতেই জয় পেয়েছে টাইগ্রেসরা।
তবে ম্যাচের আগে দুঃসংবাদ এসেছে লাল-সবুজ শিবিরে। দলের প্রধান কোচ সারোয়ার ইমরান মাইনর ব্রেন স্ট্রোক করেছেন। যদিও প্রাথমিক চিকিৎসার পর তিনি হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন।
আজকের ম্যাচ শেষে শ্রীলঙ্কায় আর খেলবে না বাংলাদেশ। টুর্নামেন্টের পরবর্তী ছয়টি ম্যাচ ভারতের তিনটি ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
Leave a Reply