রী কোপা আমেরিকা ২০২৫-এ ল্যাটিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে এগিয়ে চলেছে দুরন্ত গতিতে। আর্জেন্টিনা আগেই সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পর বুধবার ইকুয়েডরের স্তাদিও গঞ্জালো পোজো রিপালদা স্টেডিয়ামে দুর্দান্ত পারফরম্যান্সে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করল ব্রাজিলও।
ব্রাজিলের হয়ে দুইটি চোখ ধাঁধানো ফ্রি কিক থেকে গোল করেন রিয়াল মাদ্রিদের ফুলব্যাক ইয়াসমিন। বাকি দুই গোল করেন আমান্দা গুতিয়েরেস ও দুদা স্যাম্পাইও। প্যারাগুয়ের একমাত্র গোলটি শোধ দেন ক্লদিয়া মার্তিনেজ ওভানদো।
চলতি আসরে এটি ব্রাজিলের টানা তৃতীয় জয়। প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে ২-০ এবং দ্বিতীয় ম্যাচে বলিভিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দেয় তারা। এবার প্যারাগুয়ের বিপক্ষেও দেখা গেল পূর্ণ নিয়ন্ত্রণ। ম্যাচজুড়ে ৬৯ শতাংশ বলের দখল রেখে ১৯টি শট নেয় ব্রাজিল, যার ৫টি ছিল সরাসরি লক্ষ্য বরাবর। ব্রাজিলিয়ান গোলরক্ষক লোরেনাকে একবারই পরাস্ত করতে পেরেছে প্যারাগুয়ে।
ম্যাচের ২৭ ও ৩৯ মিনিটে ইয়াসমিনের দুটি ফ্রি কিকে এগিয়ে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে অ্যাঞ্জেলিনার পাস থেকে গুতিয়েরেস ব্যবধান বাড়ান। যদিও প্যারাগুয়ের ওভানদো ব্যবধান কমান ৬৪ মিনিটে, তবে ৭৩ মিনিটে স্যাম্পাইও ফের অ্যাঞ্জেলিনার পাসে গোল করে জয় নিশ্চিত করেন। এতে এক ম্যাচ হাতে রেখেই ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত হয় ক্যানারিনহাসদের।
অন্যদিকে, ‘এ’ গ্রুপ থেকে আর্জেন্টিনাও ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। উরুগুয়েকে ১-০ এবং চিলিকে ২-১ ব্যবধানে হারানোর পর মঙ্গলবার পেরুর বিপক্ষে ৮৮ মিনিটে ইয়ামিলা রদ্রিগেজের গোলেই আসে জয়।
যেহেতু ব্রাজিল ও আর্জেন্টিনা আলাদা গ্রুপের শীর্ষে রয়েছে, তাই সেমিফাইনালে দুই দল মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম। তবে সমর্থকরা এখন থেকেই রোমাঞ্চিত ২০২৫ সালের নারী কোপা আমেরিকার ফাইনালে সম্ভাব্য ব্রাজিল-আর্জেন্টিনা মহাযুদ্ধের প্রত্যাশায়।
Leave a Reply