1. arshinagargroup75@gmail.com : Rofiqul Islam : Rofiqul Islam
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন

নদীতে অবৈধভাবে বালু উত্তোলন: বিএনপি নেতাসহ আসামি ৭৩

নিউজডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬ Time View

ফেনীর বড় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও সরকারি জমি দখল করে মাছের প্রকল্প স্থাপনের অভিযোগে বিএনপি নেতাসহ ৭৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন বিষয়টি নিশ্চিত করেন।

আমিরাবাদ ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বাদী হয়ে মামলাটি করেন। এজাহারে নাম উল্লেখ করা হয়েছে ১৮ জনকে, আর বাকি ৫৫ জনকে করা হয়েছে অজ্ঞাত আসামি

অভিযুক্তদের মধ্যে রয়েছেন:

  • আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান

  • জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মহিউদ্দিন মহিম

  • মিরসরাই বিএনপি নেতা শেখ ফরিদ মেম্বার

  • জেলা ছাত্রদলের সদস্য শরিফুল ইসলাম রানা

  • যুবদল নেতা হায়দার আলী মাসুদ ভূঞা

  • উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুল আউয়াল সজীবসহ আরও অনেকে

অভিযোগের বিবরণ, ১৪ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত নবাবপুর ইউনিয়নের রঘুনাথপুর ও মোবারকঘোনার বড় ফেনী নদীর পাড়ে ড্রেজার মেশিন বসিয়ে বালু-মাটি উত্তোলন ও সরকারি জমি দখল করে মাছের প্রকল্প গড়ে তোলে আসামিরা। এতে নদীর তীর ভাঙন, বালুর চর সৃষ্টি ও আশপাশের বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

একইভাবে, ৯ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর এলাকায় স্কেভেটর মেশিন ব্যবহার করে সরকারি জমি কেটে মাছের প্রকল্প স্থাপন করা হয়।

আইন ভঙ্গের অভিযোগ, এজাহারে বলা হয়েছে, আসামিরা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধনী ২০২৩), ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এবং পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ লঙ্ঘন করেছেন। প্রশাসন একাধিকবার অভিযান চালালেও তারা পুনরায় অবৈধ কার্যক্রম শুরু করে।

ওসি বায়েজিদ আকন জানান, “এ ঘটনায় মামলা হয়েছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss