নতুন বাংলাদেশের স্বপ্ন আর বাস্তবতার মধ্যে বিস্তর ফারাক রয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। ব্যবসায়ী সোহাগকে মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে শনিবার (১২ জুলাই) সকালে রাজধানীর শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
রিফাত রশিদ বলেন, “দেশ আজ গাজায় পরিণত হয়েছে। সারা দেশে রাজনৈতিক আশ্রয়ে চলছে চাঁদাবাজি, দখলদারি, সন্ত্রাস। এসব কাজ রাজনৈতিক শেল্টার ছাড়া কখনোই সম্ভব না। আর দিল্লিতে বসে শেখ হাসিনা যে ষড়যন্ত্র করছে, আমরা যেন তাতে পা না দেই—সেই আহ্বান জানাচ্ছি।”
তিনি স্পষ্টভাবে হুঁশিয়ার করেন, “নতুন বাংলাদেশে কাউকে ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবে না। জনগণ বহু আগেই ‘ট্যাগিং হাসিনা স্টাইল’ ছুড়ে ফেলেছে। শিবির কিংবা জঙ্গি নামে যেভাবে মানুষকে দমন করার চেষ্টা চলছে, তা আর চলতে দেয়া হবে না।”
তিনি আরও বলেন, “আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই। অপপ্রচার, ভয়ের রাজনীতি কিংবা অপরাধীদের আশ্রয়—কোনো কিছুতেই এই দেশকে ফের রক্ষা করা যাবে না।”
সোহাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার সন্ধ্যা ৭টায় মশাল মিছিলের ঘোষণা দিয়েছেন তিনি। এই কর্মসূচির মাধ্যমে অপরাধ-সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ডাকও দেন তিনি।
Leave a Reply