রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে হঠাৎ আগুন লাগে। সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে।
তবে বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ঘটনার সময় বাসে যাত্রী ছিল কিনা—তা এখনো নিশ্চিত করে বলা যায়নি বলে জানান তিনি।
ঘটনাস্থলে পুলিশ সদস্যরাও উপস্থিত রয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। স্থানীয়দের মধ্যে এক পর্যায়ে আতঙ্ক দেখা দিলেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
Leave a Reply
You must be logged in to post a comment.