মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে তারা লাগাতার কর্মসূচি পালন করছেন।
আন্দোলনরত শিক্ষকরা জানান, জনদুর্ভোগ এড়াতে তারা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তারা।
শিক্ষকরা আরও বলেন, আলোচনার মাধ্যমে দাবি মেনে প্রজ্ঞাপন প্রকাশ হলেই বিজয়ীর বেশে শ্রেণিকক্ষে ফিরবেন তারা। পাশাপাশি চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকায় উন্নীত করা ও পুলিশের বলপ্রয়োগের নিন্দা জানান।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি না মানলে “মার্চ টু সচিবালয়” বা “মার্চ টু যমুনা” কর্মসূচির ডাক দিতে বাধ্য হবেন।