ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় আরও ৩৬ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ পর্যন্ত মোট ২৭২টি আসনে প্রার্থী ঘোষিত হয়েছে, এখনও ফাঁকা রয়েছে ২৮ আসন।
তবে উল্লেখযোগ্য বিষয় হলো—দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা দ্বিতীয় দফার তালিকাতেও জায়গা পাননি। যদিও তার জেলার ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬—এ দুটি আসনেই এখন পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি বিএনপি।
প্রথম দফার ঘোষণায় মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লার নাম থাকলেও পরে তার মনোনয়ন স্থগিত করা হয়। নতুন তালিকায় সেই আসনে নাদিরা আক্তারের নাম ঘোষণা করেছে দলটি।
দলীয় সূত্র বলছে, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে চান রুমিন ফারহানা। তার বাড়ি বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামে হলেও বর্তমানে তিনি সরাইল উপজেলার শাহবাজপুরে বসবাস করেন।
বিজয়নগর এলাকা একসময় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অংশ থাকায় এটি আগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে নতুন উপজেলা গঠনের কারণে এলাকা এখন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের অন্তর্ভুক্ত।
উল্লেখ্য, ১৯৭৩ সালের নির্বাচনে এই আসনেই রুমিন ফারহানার বাবা অলি আহাদ নৌকার প্রার্থী তাহের উদ্দিন ঠাকুরের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.