কাতারের রাজধানী দোহায় ইসরাইলি বিমান হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। সংগঠনটির আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বুধবার (১০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে তারা বলেন, আবাসিক এলাকায় হামাস নেতাদের লক্ষ্য করে চালানো এ হামলা কাতারের সার্বভৌমত্বের ওপর নগ্ন আঘাত এবং আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালার চরম লঙ্ঘন।
নেতৃদ্বয় আরও বলেন, ইসরাইলের ধারাবাহিক আগ্রাসন শুধু মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্যই হুমকি নয়, বরং এটি বিশ্বশান্তির পথেও বড় বাধা। স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই ইসরাইলি আগ্রাসনের সমাপ্তি ঘটাতে হবে।
তারা বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে, গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে এবং হামলাকারীদের জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে।
কাতারের জনগণ ও আমির শেখ তামিম আল থানির প্রতি সংহতি জানিয়ে খেলাফত মজলিসের নেতারা বলেন, কাতারের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো আক্রমণের প্রতিক্রিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস সবসময় কাতারের পাশে থাকবে।
Leave a Reply