দেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চান সাকিব আল হাসান। এক সিরিজকে কেন্দ্র করেই তিন ফরম্যাটের ক্রিকেট থেকে অবসরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। রবিবার (৭ ডিসেম্বর) প্রচারিত বিয়ার্ড বিফোর উইকেট পডকাস্টের এক এপিসোডে তিনি নিজের এই ভাবনার কথা প্রকাশ করেন।
বিশ্বব্যাপী বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় হিসেবে পরিচিত সাকিব—চার-ছকের ঝড় তোলা ব্যাটিং কিংবা জাদুকরি বাঁ-হাতি ঘূর্ণিতে যিনি আনতেন জয় ও উত্তেজনা। কিন্তু ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে আড়ালে চলে যান তিনি। দীর্ঘ অনুপস্থিতির মাঝে যখন অনেকেই তার ক্যারিয়ারের সমাপ্তি টেনে ফেলেছিলেন, ঠিক তখনই সাকিব নিজেই জানালেন দেশের দর্শকদের সামনে থেকেই বিদায় নেওয়ার ইচ্ছা।
পডকাস্টে সাকিব বলেন, “আমি আশাবাদী, আবারও বাংলাদেশের হয়ে মাঠে নামার সুযোগ পাব। দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসরে যেতে চাই। তিন ফরম্যাটকেই একটি সিরিজে বিদায় জানানোর ইচ্ছা আছে আমার। যেভাবেই হোক—টি-টোয়েন্টি দিয়ে শুরু হয়ে ওয়ানডে-টেস্ট হতে পারে বা উল্টোও হতে পারে—আমার কোনো সমস্যা নেই।”
সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাদের ভালোবাসাই তাকে সারা ক্যারিয়ার অনুপ্রাণিত করেছে। তাই তাদের সামনে দাঁড়িয়েই ক্যারিয়ারের ইতি টানতে চান তিনি। সেই লক্ষ্যেই নিজেকে ফিট রাখতে নিয়মিত বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যাচ্ছেন।
রাজনীতিতে সম্পৃক্ততার কারণে তার ক্রিকেট ক্যারিয়ারে প্রভাব পড়েছে বলেও স্বীকার করে নেন সাকিব। ২০২৪ সালে ভারতের সফর শেষে তিনি আর জাতীয় দলে ফিরতে পারেননি। তবে মানুষের জন্য কাজ করার উদ্দেশ্যে রাজনৈতিক পথচলা এখনও চালিয়ে যেতে চান।
তিনি বলেন, “আমার ক্রিকেটীয় অধ্যায় প্রায় শেষ। কিন্তু মনে করি, রাজনৈতিক দিকটি এখনও বাকি আছে। আমি বাংলাদেশের মানুষের জন্য, মাগুরার মানুষের জন্য কাজ করতে চাই—এটাই আমার উদ্দেশ্য।”
এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেলেই টেস্ট থেকে অবসরের পরিকল্পনা ছিল সাকিবের। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে আর দেশে ফেরা হয়নি তার।
Leave a Reply
You must be logged in to post a comment.