বিসিবি সভাপতির নেতৃত্বে দেশি কোচদের সঙ্গে আলোচনায় উঠে এল অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি আর উন্নয়ন ভাবনা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নেওয়ার পর প্রায় দুই মাস পার করেছেন আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (১৪ জুলাই) তিনি প্রথমবারের মতো দেশীয় কোচদের সঙ্গে এক অনানুষ্ঠানিক সভায় বসেন।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয় উপস্থিত ছিলেন বিসিবির বেতনভুক্ত প্রায় ৮-১০ জন কোচ, অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম, বিপিএল চেয়ারম্যান মাহবুব আনাম জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন (শ্রীলঙ্কায় দলের সঙ্গে)।
কোনো সিদ্ধান্তমূলক আলোচনা নয়—মূলত ছিল এটি একখানা মতবিনিময় সভা।
কোচ মিজানুর রহমান বাবলু বলেন:
“এটা আসলে কোনো অফিসিয়াল মিটিং না, একধরনের মতবিনিময়। আমাদের কয়েকজন দেশি কোচ ছিলাম, মূলত এইচপি বা টাইগার্স প্রোগ্রামের যারা, তারা। সভাপতির অনেকের সঙ্গেই দীর্ঘদিন দেখা হয়নি—তাই তিনি আমাদের সঙ্গে বসেছিলেন।”
বুলবুলের আইসিসিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা
তিনি কীভাবে কাজ করেছেন, কী ধরণের স্টাইল ফলো করেছেন
ক্রিকেট কাঠামো আরও উন্নত করার সম্ভাবনা নিয়ে তার দৃষ্টিভঙ্গি
দেশীয় কোচদের গুরুত্ব এবং তাদের মতামত বোর্ডের কাছে কতটা গুরুত্বপূর্ণ
বাবলু আরও বলেন:
“তিনি বলছিলেন কীভাবে উন্নতি করা যায়। এসব বিষয়েই কথা হয়েছে। তেমন কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি।”
সভার উদ্দেশ্য ছিল দেশি কোচদের সঙ্গে যোগাযোগ তৈরি এবং একটা পারস্পরিক বোঝাপড়া গড়ে তোলা। নতুন সভাপতি হিসেবে বুলবুল তার উন্নয়নের রূপরেখা শেয়ার করতে শুরু করেছেন। দেশে থাকা কোচদের একত্রিত করা এবং মূল্যায়ন করাও এই সভার অংশ ছিল
Leave a Reply