পৌষের মাঝামাঝিতে এসে দেশজুড়ে শীতের তীব্রতা আরও বেড়েছে। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। বিশেষ করে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ পড়েছেন সবচেয়ে বেশি দুর্ভোগে। বর্তমানে দেশের সাত জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং চলতি মাসে আরও একাধিক শৈত্যপ্রবাহের আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
গত কয়েক দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা বিরাজ করছে। কনকনে শীতে ঘর থেকে বের হতে অনীহা থাকলেও জীবন-জীবিকার প্রয়োজনে কর্মজীবী মানুষকে প্রতিদিনই বের হতে হচ্ছে। এতে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, ব্যাহত হচ্ছে স্বাভাবিক কর্মসূচি।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, বর্তমানে পাবনা, সিরাজগঞ্জ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, মৌলভীবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর প্রভাবে দেশের অন্যান্য এলাকাতেও শীতের অনুভূতি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ফলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
চলতি মাসে আরও একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। দেশের কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা নেমে যেতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, সোমবার (৫ জানুয়ারি) রাত থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। এ মাসে অন্তত ১ থেকে ২টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.