বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “মেগা প্রজেক্ট মানেই মেগা দুর্নীতি। দুর্নীতিকে নিয়ন্ত্রণে আনতেই বিএনপি মেগা প্রজেক্টে যাবে না।” তিনি জানান, রাষ্ট্রের অর্থ ব্যয় করা উচিত শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নের মতো জনগণের কল্যাণমূলক খাতে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, স্বৈরশাসনের সময়ে শুধু রাজনৈতিক কর্মীরাই নয়—সাধারণ মানুষের মানবাধিকারও হরণ করা হয়েছিল। ‘লাখ লাখ নেতাকর্মী নির্যাতন, হত্যা, গুমের শিকার হয়েছেন’, উল্লেখ করে তিনি বলেন, দেশে মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি বিএনপি দেখতে চায় না।
তিনি আরও বলেন, “যে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ তুলে ধরার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”
নারী সমাজকে স্বাবলম্বী করতে বিএনপি ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এটি নারীর আর্থিক ভিত্তি আরও মজবুত করবে। পাশাপাশি তিনি দাবি করেন, শিক্ষার ক্ষেত্রে বিএনপি সরকারের গৃহীত উদ্যোগের সুফল এখনো পাচ্ছে দেশ।
Leave a Reply
You must be logged in to post a comment.