1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রফতানি – ১২ দিনে গেছে ১৩৬ টন

নিউজডেস্ক
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ Time View

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে রফতানি শুরুর প্রথম ১২ দিনে (১৬–২৭ সেপ্টেম্বর) এ পর্যন্ত মাত্র ১৩৬ টন ইলিশ রফতানি হয়েছে। এর মধ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে গেছে ৯৯ টন, আর আখাউড়া বন্দর দিয়ে গেছে ৩৭ টন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ অক্টোবর পর্যন্ত রফতানির সুযোগ থাকবে। হাতে মাত্র এক সপ্তাহ বাকি থাকায়, অনুমোদিত পুরো ১,২০০ টন ইলিশ রফতানি হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

ব্যবসায়ীরা জানাচ্ছেন,

  • এ বছর ইলিশের দাম গত বছরের তুলনায় বেশি হওয়ায় রফতানির চাপও কমেছে।

  • প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য ধরা হয়েছে সাড়ে ১২ মার্কিন ডলার (প্রায় ১,৫২৫ টাকা)।

  • সীমিত সময়ের কারণে সম্পূর্ণ চালান রফতানি করা কঠিন হতে পারে।

  • গত বছর: ৭৯টি প্রতিষ্ঠানকে ২,৪৫০ টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়েছিল।

  • কিন্তু শেষ পর্যন্ত বেনাপোল ও আখাউড়া দিয়ে রফতানি হয়েছিল মাত্র ৬৩৬ টন।

দেশে উৎপাদন তুলনামূলকভাবে কম হলেও, বিশেষ বিবেচনায় ২০১৯ সাল থেকে দুর্গাপূজার সময় ভারতে ইলিশ রফতানির অনুমতি দিয়ে আসছে সরকার।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss