দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা অবশেষে দীর্ঘদিনের গুঞ্জন সত্যি করে বাগদান সম্পন্ন করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী ফেব্রুয়ারি ২০২৬-এ তারা সাত পাঁকে বাঁধা পড়বেন।
তাদের পরিচয় শুরু হয় ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের মাধ্যমে। সিনেমার সময় থেকেই উভয়ের মধ্যে বন্ধুত্ব এবং বন্ধন গড়ে ওঠে। পরবর্তী সিনেমা ‘ডিয়ার কমরেড’ (২০১৯)-এ জুটি আরও ঘনিষ্ঠ হয় এবং তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়।
২০২৪ সালে জুটি স্পষ্ট জানিয়েছিলেন যে তারা ‘সিঙ্গেল’ নয়, তবে ব্যক্তিগত জীবন সম্পর্কে বরাবরই নীরব ছিলেন। এই নীরবতা ভেঙে এবার বাগদানের খবর প্রকাশ্যে এসেছে। সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়ার পর বিজয়ের টিমও খবরটি নিশ্চিত করেছে।
উভয় তারকা এখন তাদের ব্যক্তিজীবনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন, যা ভক্তদের জন্য আনন্দের খবর। রাশমিকা ও বিজয়ের বাগদানের এই মুহূর্তে ভক্তরা অভিনন্দন জানাচ্ছেন এবং আগামী বছরের বিবাহের জন্য আগ্রহ ও উন্মুখতা প্রকাশ করছেন।
Leave a Reply