দক্ষিণ গাজার খান ইউনুসের পূর্বাঞ্চল বানি সুওহাইলা এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স।
অক্টোবর ১০–এর ঘোষিত যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল টানা হামলা চালিয়ে যাচ্ছে। মাত্র একদিন আগেই গাজাজুড়ে একাধিক বিমান হামলায় শিশু–মহিলাসহ অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়।
এদিকে, অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহর ও আশপাশের কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে বহু বাসিন্দাকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।
২০২৩ সালের অক্টোবর থেকে চলমান হামলা–হত্যাযজ্ঞে গাজায় এখন পর্যন্ত ৬৯,৫১৩ ফিলিস্তিনি নিহত এবং ১,৭০,৭৪৫ জন আহত হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস–নেতৃত্বাধীন আক্রমণে ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হয় এবং প্রায় ২০০ জনকে ধরে নিয়ে যাওয়া হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.