থাইল্যান্ড ও কাম্বোডিয়ার মধ্যে দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা আবারও ঘনীভূত হয়েছে। নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় দুই দেশের মধ্যে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সীমান্ত এলাকায় থাইল্যান্ড বিমান হামলা চালিয়েছে বলে জানা গেছে, আর উভয় দেশই একে অপরের ওপর সংঘর্ষ শুরুর দায় চাপাচ্ছে।
নতুন এই সহিংসতায় এখন পর্যন্ত অন্তত একজন থাই সেনা এবং চারজন কাম্বোডীয় বেসামরিক নাগরিক মারা গেছেন। সংঘাতপূর্ণ এলাকা ছাড়তে বাধ্য হয়েছে কয়েক হাজার মানুষ। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে তাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে।
থাইল্যান্ড জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে কাম্বোডিয়া অভিযোগ করেছে, থাইল্যান্ডই প্রথমে হামলা চালিয়ে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে।
উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে পাঁচ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি হয়। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহে সেই চুক্তি আবারও প্রশ্নের মুখে পড়ে গেছে।
Leave a Reply
You must be logged in to post a comment.