ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমের শেষ দিন আজ রোববার (৪ জানুয়ারি)। আজকের মধ্য দিয়েই সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে জমা পড়া মনোনয়নপত্রের যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হবে।
নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত তফসিল অনুযায়ী, যাচাই-বাছাই শেষে কোন কোন মনোনয়নপত্র বৈধ এবং কোনগুলো বাতিল হয়েছে—তার চূড়ান্ত তালিকা আজই প্রকাশ করা হবে। এর মধ্য দিয়ে নির্বাচনের প্রথম গুরুত্বপূর্ণ ধাপ শেষ হতে যাচ্ছে।
আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) থেকে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল প্রক্রিয়া শুরু হবে। রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। এসব আপিলের শুনানি ও নিষ্পত্তি হবে আগামী ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, রাজধানীর ২০টি সংসদীয় আসনে মোট ২৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ১৬১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, আর বাতিল করা হয়েছে ৮১ জনের।
নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, কঠোর যাচাই-বাছাইয়ের ফলে এবার নির্বাচনী মাঠে তুলনামূলকভাবে নিয়মতান্ত্রিক ও যোগ্য প্রার্থীরাই টিকে থাকবেন। যাচাই-বাছাই ও আপিল শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর নির্বাচনী প্রচারণা আরও গতি পাবে বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply
You must be logged in to post a comment.