1. arshinagargroup75@gmail.com : Rofiqul Islam : Rofiqul Islam
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন

তেল আবিবে গণবিক্ষোভ: গাজা যুদ্ধ বন্ধ ও বন্দিদের মুক্তির দাবিতে উত্তাল ইসরায়েল

ডেস্ক রিপোর্ট
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৬৮ Time View

গাজা যুদ্ধের অবসান ও বন্দি ইসরায়েলিদের মুক্তির দাবিতে হাজারো মানুষ শনিবার তেল আবিবের রাজপথে নেমে আসে, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং জরুরি ভিত্তিতে মানবিক সমঝোতার আহ্বান জানায়।

বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে ছিল ‘হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম’, যারা তেল আভিভের ‘হোস্টেজ স্কয়ার’-এ তাদের নিয়মিত সপ্তাহিক সমাবেশ করে। একই সময়ে ইসরায়েলি সামরিক সদরদপ্তরের সামনেও বন্দিদের পরিবারের সদস্যরা প্রতিবাদ জানায়। তেল আভিভের হাবিমা স্কয়ারে সরকারের বিরোধিতায় আরও একটি প্রতিবাদ অনুষ্ঠিত হয়, যেখানে নানা মতাদর্শের মানুষ জড়ো হয়।

হারেৎজ জানিয়েছে, একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে জেরুজালেম, হাইফা, বিয়ারশেবা সহ দেশজুড়ে বহু গুরুত্বপূর্ণ মোড়ে ও স্থানে, যা ক্রমবর্ধমান জনঅসন্তোষের প্রতিফলন।

হাবিমা স্কয়ারে জনতার উদ্দেশে বক্তব্য দেন শাই মোজেস, যাঁর মা-বাবা বন্দি থাকা অবস্থায় পৃথক বন্দি বিনিময় চুক্তিতে মুক্তি পান। তিনি বলেন, “আজ আমাদের আসল শত্রু হামাস নয়, বরং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, যিনি ইসরায়েলকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন।”

আরো পড়ুন: এবার গাজায় আরেকটি নাকবার আশঙ্কা জানালো জাতিসংঘ কমিটি

আম্মান থেকে আল জাজিরার প্রতিবেদক হামদাহ সালহুত জানান, বন্দিদের স্বজনরা মনে করছেন, নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে যুদ্ধ দীর্ঘায়িত করছেন রাজনৈতিক স্বার্থে। তিনি বলেন, “নেতানিয়াহু কোনো সমঝোতায় যেতে রাজি নন বলেই যুদ্ধ থামছে না। এতে বন্দিদের জীবন বিপন্ন হয়ে পড়েছে।”

ইসরায়েলি সরকারি তথ্য অনুযায়ী, এখনও ৫৯ জন বন্দি গাজায় অবস্থান করছেন, যাদের মধ্যে ৩৫ জনের মৃত্যু নিশ্চিত, ২১ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে, এবং ৩ জনের কোনো তথ্য নেই। তবু ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, বন্দিদের মুক্তির একমাত্র পথ ‘সামরিক অভিযান’ চালিয়ে যাওয়া—একটি মতবাদ যা স্বজন ও সাধারণ মানুষ মানতে নারাজ।

সপ্তাহের শুরুতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় আরও বড় সামরিক অভিযান শুরু করার ঘোষণা দেন। এর প্রতিক্রিয়ায় হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম এক বিবৃতিতে জানায়, এই পদক্ষেপ “বন্দিদের জীবনের ঝুঁকি বাড়াচ্ছে, সরকার তাদের উৎসর্গ করে দিচ্ছে।”

শনিবার হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডস একটি ভিডিও প্রকাশ করে, যেখানে গাজায় আটক থাকা দুই ইসরায়েলি নাগরিককে জীবিত দেখা যায়। ইসরায়েলি মিডিয়া জানায়, ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তিরা হলেন ৩৬ বছর বয়সী এলকানা বোহবোট ও ২৪ বছর বয়সী ইউসেফ হাইম ওহানা—যারা ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় একটি সঙ্গীত উৎসব থেকে অপহৃত হন।

ভিডিওতে বোহবোটকে দুর্বল অবস্থায় কম্বলে মোড়ানো অবস্থায় মেঝেতে শুয়ে থাকতে দেখা যায়, আর ওহানা হিব্রু ভাষায় ইসরায়েল সরকারকে অনুরোধ জানান, যেন তারা যুদ্ধ বন্ধ করে বাকি বন্দিদের দ্রুত মুক্তির ব্যবস্থা করে।

যুদ্ধ ১৯ মাসে গড়ালে, গাজায় মানবিক সংকট যেমন তীব্রতর হচ্ছে, তেমনি ইসরায়েলে বাড়ছে জনরোষ ও সরকারের ওপর অবিশ্বাস।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss