ঘন কুয়াশা, হিমেল হাওয়া আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে সারাদেশের জনজীবন। তাপমাত্রার পারদ একের পর এক নিচে নামছে। শনিবার (১০ জানুয়ারি) দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায়।
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল, দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। বিভিন্ন জায়গায় শীতবস্ত্র বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অনেকটাই অপ্রতুল বলে অভিযোগ স্থানীয়দের।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও সূর্যের দেখা মিললেও তাতে খুব একটা উষ্ণতা পাওয়া যাচ্ছে না। শীতের প্রকোপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগব্যাধি। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জ্বর-সর্দির রোগীর সংখ্যা।
এদিকে, ঢাকা ও আশপাশের এলাকায় শনিবার সকাল ৬টায় ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্তমান শৈত্যপ্রবাহ আরও অন্তত দুই দিন অব্যাহত থাকতে পারে। এমনকি চলতি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত শীতের এই দাপট চলতে পারে, যদিও এর বিস্তৃতি সময়ভেদে কমবেশি হতে পারে।
Leave a Reply
You must be logged in to post a comment.