গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (GSF) জানিয়েছে, মঙ্গলবার রাতে তাদের একটি জাহাজে হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর একদিন আগে তিউনিসিয়ায় মূল জাহাজ ফ্যামিলি বোট-এ ড্রোন হামলা হয়েছিল, যা থেকেও অগ্নিকাণ্ড ঘটে। সংস্থাটি জানিয়েছে, সব যাত্রী ও ক্রু নিরাপদে আছেন।
আল জাজিরা কর্তৃক যাচাইকৃত একটি ভিডিওতে দেখা গেছে, সোমবার ফ্যামিলি বোট-এর উপর একটি দাহ্য পদার্থ নিক্ষেপ করা হয়, যা বিস্ফোরণ ঘটায়। তবে তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড জানিয়েছে, জাহাজটির কাছে কোনো ড্রোন শনাক্ত হয়নি।
ফ্যামিলি বোটসহ বেশ কিছু জাহাজ গাজায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, যার উদ্দেশ্য ফিলিস্তিনি উপত্যকার ওপর ইসরায়েলের আরোপিত অবরোধ ভাঙা। গাজায় বর্তমানে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে।
এই ফ্লোটিলায় একাধিক প্রভাবশালী রাজনীতিক ও কর্মী অংশ নিচ্ছেন। এর মধ্যে আছেন জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র আডা কোলাউ এবং ইতালির চারজন সংসদ সদস্য।
Leave a Reply