জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার পদত্যাগ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণার পর দলটির আরেক শীর্ষ নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় বার্তা দিয়েছেন।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন শনিবার (২৭ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি সংক্ষিপ্ত পোস্টে লেখেন,
‘আমরা লড়াই ছাড়ব না। আল্লাহ সহায়।’
এই পোস্টটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।
এর আগে শনিবার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক ঘোষণায় ডা. তাসনিম জারা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকবেন না।
ডা. তাসনিম জারা ঢাকা-৯ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়ে বলেন, খিলগাঁওয়ে জন্ম ও বেড়ে ওঠা একজন মানুষ হিসেবে এলাকার জনগণের সেবা করাই তার আজীবনের স্বপ্ন। একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে যাওয়ার ইচ্ছা থাকলেও বাস্তব পরিস্থিতির কারণে তিনি সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি তিনি জনগণকে দিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন, সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করবেন।
ডা. জারা জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর প্রয়োজন। এ স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করার আহ্বান জানান তিনি।
এ ছাড়া আগে নির্বাচনী তহবিলে যারা অনুদান দিয়েছেন, পরিবর্তিত সিদ্ধান্তের কারণে কেউ চাইলে নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে অর্থ ফেরত নিতে পারবেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে গত ১০ ডিসেম্বর ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করে এনসিপি। ওই তালিকায় ঢাকা-৯ আসনের প্রার্থী হিসেবে ডা. তাসনিম জারার নাম থাকলেও সামান্তা শারমিনের নাম ছিল না।