আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) আফগান তালেবান সরকারের শীর্ষ দুই নেতা—সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা এবং প্রধান বিচারপতি আবদুল হাকিম হাক্কানি–র বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
মঙ্গলবার (৮ জুলাই) আইসিসির এক বিবৃতিতে জানানো হয়, ২০২১ সালে তালেবানের ক্ষমতা গ্রহণের পর আফগান নারী ও কিশোরীদের বিরুদ্ধে পরিকল্পিত দমন-পীড়ন এবং মৌলিক অধিকার হরণের ঘটনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আদালতের মতে, এই অপরাধগুলো নারী ও কিশোরীদের বিরুদ্ধে অব্যাহত সহিংসতা, বৈষম্য এবং অবরুদ্ধ জীবনের নিদর্শন বহন করে।
তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে:
১২ বছরের বেশি বয়সী মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করেছে।
নারীদের চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে।
একাকী ভ্রমণ ও জনসমক্ষে কথা বলার ওপর কড়াকড়ি আরোপ করেছে।
জাতিসংঘ এই নীতিমালাকে “প্রাতিষ্ঠানিক লিঙ্গবৈষম্য” হিসেবে অভিহিত করেছে।
আইসিসির মতে, তালেবান সরকার নারীদের “লক্ষ্যবস্তু” বানিয়ে দীর্ঘমেয়াদে তাদের স্বাধীনতা ও মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত করছে, যা মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে।
তালেবান কর্তৃপক্ষ এই গ্রেফতারি পরোয়ানাকে “শত্রুতামূলক পদক্ষেপ” হিসেবে অভিহিত করে বলেছে, “আমরা আইসিসিকে স্বীকৃতি দেই না”। তারা আরও দাবি করে, তাদের সিদ্ধান্ত আফগান সংস্কৃতি ও ইসলামি আইনের ব্যাখ্যার ভিত্তিতে নারীদের সম্মান প্রদর্শনের অনুরূপ।
বিশ্লেষণ:
এই পদক্ষেপ আন্তর্জাতিক পরিসরে তালেবান সরকারের বৈধতা ও নৈতিক অবস্থানকে নতুন করে প্রশ্নবিদ্ধ করল। একই সঙ্গে নারী অধিকার নিয়ে আন্তর্জাতিক মহলে যে উদ্বেগ, সেটি এখন একটি আইনি কাঠামোর মধ্যে আনুষ্ঠানিকভাবে উত্থাপিত হলো।
Leave a Reply