আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি দাবি করেছেন, আফগান তালেবানদের সিদ্ধান্তগুলো ভারতের প্রত্যক্ষ ‘পৃষ্ঠপোষকতায় পরিচালিত’ হচ্ছে।
পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন,
“যুদ্ধবিরতি বহাল থাকা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ তালেবানদের সিদ্ধান্ত দিল্লির নির্দেশেই হচ্ছে। বর্তমানে কাবুল দিল্লির হয়ে এক ধরনের ছায়াযুদ্ধ লড়ছে।”
তিনি আরও অভিযোগ করেন, আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাম্প্রতিক ভারত সফরের সময় কিছু গোপন পরিকল্পনা নেওয়া হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে মুত্তাকির সফরটি বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ক বলে জানানো হয়েছিল।
এদিকে, আফগানিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে পাকিস্তান করাচি বন্দর থেকে আফগান ট্রানজিট ট্রেডের অধীনে পণ্য পরিবহন স্থগিত করেছে। পাকিস্তানি দৈনিক দ্য নিউজ ইন্টারন্যাশনাল-এর বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, ফেডারেল বোর্ড অব রেভিনিউ (এফবিআর)-এর নির্দেশনায় সব বন্দর টার্মিনাল ইতোমধ্যেই বোঝাই করা কন্টেইনার খালাস শুরু করেছে।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ কেবল দুই দেশের সম্পর্ককেই নয়, বরং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতাকেও নতুন করে চাপে ফেলতে পারে।