দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিশেষ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তার একটি পুরোনো ছবি। ছবিটিতে প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক মান্নার সঙ্গে করমর্দন করতে দেখা যায় তারেক রহমানকে। মুহূর্তের মধ্যেই ছবিটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
জানা গেছে, বহু বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে আয়োজিত পয়লা বৈশাখের একটি অনুষ্ঠানে ছবিটি তোলা হয়। যদিও ছবিটির নির্দিষ্ট সময় ও প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত তথ্য নিশ্চিত করা যায়নি, তবুও এটি রাজনৈতিক ও বিনোদন অঙ্গনের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
সূত্র মতে, ওই অনুষ্ঠানে তারেক রহমান নায়ক মান্নাকে বিএনপির পক্ষ থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তাব দেন। তবে সে সময় প্রয়াত এই চিত্রনায়ক রাজনীতিতে না গিয়ে আরও এক দশক চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।
ছবিটি ঘিরে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ একে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সাক্ষ্য হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন—এটি রাজনীতি ও সংস্কৃতির সংযোগস্থলে দাঁড়িয়ে থাকা একটি স্মরণীয় মুহূর্ত, যেখানে দেশপ্রেম ও শিল্পচেতনার প্রতিফলন রয়েছে।
তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনে এই ছবির ভাইরাল হওয়া সামাজিক মাধ্যমে তৈরি করেছে এক আবেগঘন পরিবেশ। রাজনীতি ও বিনোদনের দুই ভিন্ন জগতের এই মিলন মুহূর্ত নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছে দেশের সাম্প্রতিক ইতিহাসের কিছু অনন্য অধ্যায়।