বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারের প্রশংসা করেছেন ফৌজদারি আইন ও সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
“সকালে উঠে আমি বিবিসি বাংলার লাইভ শুনেছি। তারেক রহমান অত্যন্ত গার্ডেডভাবে কথা বলেছেন। শব্দচয়নে ছিলেন সতর্ক ও পরিমিত। যেন কেউ তার বক্তব্যকে বিকৃতভাবে ব্যবহার করতে না পারে—এ বিষয়েও তিনি সাবধানতা অবলম্বন করেছেন।”
তিনি আরও বলেন,
“আমি মনে করি, এটি একটি ভালো শুরু। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে তারেক রহমান একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ফলে তিনি যা বলেন, তা জাতির জন্য শিক্ষণীয়। আমি ব্যক্তিগতভাবে তার এই সতর্ক ও সুচিন্তিত শব্দচয়নকে পছন্দ করেছি।”
শিশির মনিরের মতে, রাজনৈতিক নেতাদের সবসময় ক্যালকুলেটিভ ও প্রফেশনালভাবে কথা বলা উচিত। তিনি মনে করেন, “বিবিসি বাংলার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎকার একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। তিনি বক্তব্য রাখার আগে প্রফেশনাল পরামর্শ নিয়েছেন বলেই মনে হয়েছে। এটা নিঃসন্দেহে একটি গুড স্টার্ট—বাকিটা সময় বলবে।”
Leave a Reply