জুলাই বিপ্লবের চেতনা সংরক্ষণ এবং উত্তর-ফ্যাসিবাদী বাংলাদেশে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধিরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে ডাকসু প্রতিনিধিদল সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, তারেক রহমান ছাত্র সমাজের প্রতি গুরুত্বপূর্ণ কিছু দিকনির্দেশনা দিয়েছেন। তিনি জানান, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তারেক রহমান।
তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে সাদিক কায়েম বলেন,
“রাজনীতিতে ভিন্নতা বা মতপার্থক্য থাকা গণতন্ত্রের সৌন্দর্য। তবে বাংলাদেশ ও জুলাই বিপ্লবের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
বিএনপি, জামায়াতসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল এবং ছাত্রদল-ছাত্রশিবিরসহ সব ছাত্র সংগঠনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
সাদিক কায়েম আরও বলেন, বিপ্লবের এই ঐতিহাসিক সুযোগ কাজে লাগিয়ে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি অভিযোগ করেন, বিপ্লব-পরবর্তী বিভাজনের সুযোগ নিয়ে “দিল্লির তাঁবেদার ও পতিত ফ্যাসিস্ট শক্তি” নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।
ডাকসু ভিপি জানান, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে বাংলাদেশপন্থি রাজনীতি এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ ভবিষ্যতের মূল লক্ষ্য হিসেবে থাকবে।
তিনি বলেন, গত ১৬ বছর ধরে তরুণ প্রজন্ম ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তাই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নে গণভোটের মতো উদ্যোগে তরুণদের সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
বৈঠকে আধিপত্যবাদবিরোধী আন্দোলনে নিহত শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গেও আলোচনা হয়। সাদিক কায়েম অভিযোগ করেন, হত্যার পরিকল্পনাকারী ও নির্দেশদাতারা এখনও গ্রেফতার হয়নি এবং তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
শেষে তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়ন ও ফ্যাসিবাদীদের বিচার নিশ্চিত করতে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাবে।
Leave a Reply
You must be logged in to post a comment.