বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার হওয়ায় তার নিঃশর্ত মুক্তি দাবি করেছে দলটি। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, শনিবার তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন। এ সময় তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে পুলিশ এ কে এম শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। পরে আদালত তাকে কারাগারে পাঠায়।
বিএনপি বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, একটি গণতান্ত্রিক দেশে মত প্রকাশের স্বাধীনতা মৌলিক মানবাধিকার। মত প্রকাশের কারণে কাউকে গ্রেপ্তার বা কারাগারে পাঠানো সঠিক নয়। দলটি আরও জানিয়েছে, দীর্ঘদিন ধরে বিএনপি মানুষের বাক্স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে।
পুলিশ জানায়, শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের সময় শহিদুল ইসলাম তারেক রহমানকে ‘গালাগালি’ করছিলেন। বিষয়টি তারেক রহমানের নজরে না এলেও পুলিশের নজরে আসে। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর তারেক রহমান নিজেই শহিদুল ইসলামকে মুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.