মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে উত্তেজনা চরমে। এই পরিস্থিতিতে আগুনে ঘি ঢেলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল হোসেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একের পর এক স্ট্যাটাসে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
নিজের ফেসবুক আইডিতে দেওয়া সর্বশেষ স্ট্যাটাসে নাজমুল হোসেন লেখেন, মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশের ক্রিকেট দল যখন ভারতে নিরাপত্তা ঝুঁকির মুখে, তখন মাননীয় ক্রীড়া উপদেষ্টা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের বিষয়ে বিসিবির সঙ্গে আলোচনা করতে বলেছেন। এই সিদ্ধান্তে পররাষ্ট্র উপদেষ্টারও সমর্থন রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এমন প্রেক্ষাপটে নাজমুল হোসেন অভিযোগ করেন, দেশের জনগণের আবেগের বাইরে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে ১৫ হাজার রান করা এক ‘লেজেন্ডারি ক্রিকেটার’ ভারতের পক্ষে অবস্থান নিয়েছেন—যা তার ব্যক্তিগত মতামত বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি অনুরোধ জানান, যেন তার মন্তব্য ভিন্নভাবে ব্যাখ্যা করা না হয়।

এর আগের দিন (৮ জানুয়ারি) তামিম ইকবালকে নিয়ে দেওয়া আরও একটি স্ট্যাটাস ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেন এই বিসিবি পরিচালক। সেই স্ট্যাটাসে তামিমকে ‘ভারতীয় দালাল’ আখ্যা দেওয়া হয়। যদিও পরে স্ট্যাটাসটি মুছে ফেলেন তিনি, তবে এর স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্ক আরও ছড়িয়ে পড়ে।
এদিকে বৃহস্পতিবার সিটি ক্লাবে জিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিশ্বকাপ ইস্যুতে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তামিম ইকবাল। তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেটের আয়ের বড় অংশ আইসিসি থেকে আসে, তাই সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। পাশাপাশি তিনি বোর্ডের প্রতি আহ্বান জানান, হুটহাট ও প্রকাশ্য মন্তব্য না করে অভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তা জনসম্মুখে উপস্থাপন করতে।
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই নিরাপত্তা ইস্যু সামনে এনে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার অবস্থান নিয়েছে বিসিবি। বিষয়টি আইসিসিকেও জানানো হয়েছে। এই সিদ্ধান্ত ও মন্তব্য ঘিরে দেশের ক্রিকেট অঙ্গনে কয়েক দিন ধরেই চলছে তীব্র আলোচনা।
Leave a Reply
You must be logged in to post a comment.