1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

তাণ্ডব’ নিয়ে শাকিব খানের হুঁশিয়ারি: পাইরেসি শুধু সিনেমার বিরুদ্ধে নয়, দেশের বিরুদ্ধেও ষড়যন্ত্র

নিউজডেস্ক
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১১৬ Time View

বাংলাদেশি চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান তার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তাণ্ডব’ নিয়ে পাইরেসি ইস্যুতে এবার সরাসরি মুখ খুলেছেন। রাজধানীর সনি সিনেপ্লেক্সে আয়োজিত একটি বিশেষ প্রদর্শনীতে রবিবার (২২ জুন) সন্ধ্যায় তিনি বলেন, “বাংলা সিনেমা এখন শুধু দেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও সম্মানের সঙ্গে এগিয়ে যাচ্ছে। আর এই অগ্রযাত্রায় আঘাত হানতেই একটি কুচক্রী মহল পাইরেসির মতো অপরাধের আশ্রয় নিয়েছে।”

প্রেক্ষাগৃহে উপস্থিত হয়ে দর্শকদের উদ্দেশ্যে শাকিব খান স্পষ্ট বার্তা দেন—“যে জাতি সাংস্কৃতিকভাবে যত এগিয়ে, সে জাতিই সত্যিকারের উন্নত। আমাদের সিনেমা যখন বিশ্বমঞ্চে পরিচিতি পাচ্ছে, তখনই সিনেমাগুলোর উপর পরিকল্পিত আঘাত আসছে।”

মুক্তির কয়েক দিনের মধ্যেই ‘তাণ্ডব’ পাইরেসির কবলে পড়ে, যার প্রেক্ষিতে প্রযোজক শাহরিয়ার শাকিল আইনি পদক্ষেপ নেন এবং মামলায় ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করে রিমান্ডে পাঠিয়েছে আদালত। এ প্রসঙ্গে শাকিব বলেন, “এটা শুধু একটা সিনেমার বিরুদ্ধে ষড়যন্ত্র নয়, এটা পুরো দেশের সংস্কৃতি ও শিল্প খাতের বিরুদ্ধে একটি সরাসরি আঘাত।”

“যে সিনেমা ভালো চলে, তাকেই টার্গেট করা হয়। ‘বরবাদ’ সিনেমায়ও পাইরেসির শিকার হয়েছিলাম, ‘তাণ্ডব’-এ সেটি আরও আগে হয়েছে। কিন্তু দর্শক প্রমাণ করেছে, তারা প্রকৃত সিনেমার পাশে আছে।”

পাইরেসির মাঝেও প্রেক্ষাগৃহে দর্শকদের উপস্থিতি এবং সিনেমা দেখার আগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাকিব খান। পাশাপাশি প্রশাসনের সক্রিয় পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss