ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ (১০ ডিসেম্বর) পদত্যাগ করতে যাচ্ছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) তারা সরকারের সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করেছেন।
এই পদত্যাগের বিষয়ে আজ দুপুর ৩টায় সচিবালয়ে আসিফ মাহমুদ সংবাদ সম্মেলন ডেকেছেন। সেখানে তিনি পদত্যাগের বিষয়টি প্রকাশ করতে পারেন। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাকি এনসিপিতে যোগ দিয়ে নির্বাচন করবেন, তা এখনও প্রকাশ্যে জানাননি।
ঢাকা-১০ আসনে এনসিপি প্রার্থী না দেওয়ায় আসিফ ওই আসন থেকেই লড়বেন বলে মনে করা হচ্ছে। তিনি কিছুদিন আগে ধানমন্ডি এলাকার ভোটার হয়েছেন। এ আসনে তার মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দের অভিযোগও ওঠে। ফেসবুকে আসিফ নিজেই এই আসনে ভোটের ইঙ্গিত দিয়েছেন।
অন্যদিকে, মাহফুজ আলম কোথায় বা কোন দলের হয়ে নির্বাচন করবেন, তা এখনও নিশ্চিত নয়। তবে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) এ এনসিপি প্রার্থী না দেওয়ায় মাহফুজের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। তার ভাই মাহবুব আলম সাংবাদিকদের জানিয়েছেন, মাহফুজ রামগঞ্জ থেকেই নির্বাচন করতে ইচ্ছুক।
ঢাকা-১০ আসনে আসিফকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বিএনপির শেখ রবিউল আলম এবং জামায়াতের অ্যাডভোকেট জসীম উদ্দিন এর বিরুদ্ধে।
লক্ষ্মীপুর-১ থেকে নির্বাচন করলে মাহফুজকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে শাহাদাত হোসেন সেলিম এবং নাজমুল হাসান পাটওয়ারী এর সঙ্গে। এর মধ্যে নাজমুল পাটওয়ারী দাঁড়িপাল্লার প্রার্থী, আর ধানের শীষ নিয়ে লড়বেন শাহাদাত হোসেন সেলিম।
Leave a Reply
You must be logged in to post a comment.