ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং বিপর্যয়ের সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে একতরফা জয় তুলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। মাত্র ১২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়েই ১০ উইকেটের দাপুটে জয় পায় চট্টগ্রাম, ফলে এক লাফে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসে দলটি।
চট্টগ্রামের এই সহজ জয়ের নায়ক ছিলেন দুই ওপেনার নাইম শেখ ও অ্যাডাম রসিংটন। শুরু থেকেই ঢাকার বোলারদের ওপর চাপ সৃষ্টি করেন তারা। ১২.৪ ওভারের মধ্যেই লক্ষ্যে পৌঁছে যায় দলটি। নাইম শেখ ৪০ বলে ৫৪ রান এবং রসিংটন ৩৬ বলে অপরাজিত ৬০ রান করে ম্যাচ শেষ করেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চট্টগ্রামের বোলিং তোপের মুখে পড়ে ঢাকা ক্যাপিটালস। প্রথম ওভারেই শরিফুল ইসলামের বলে এলবিডব্লিউ হন সাইফ হাসান (৪ বলে ১)। এরপর একে একে ফিরে যান জুবাইদ আকবরি, উসমান খান, শামীম হোসেন, সাব্বির রহমান ও ইমাদ ওয়াসিম। মাত্র ৬৬ রানের মধ্যেই ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় ঢাকা।
উইকেটের পেছনে অ্যাডাম রসিংটনের দুর্দান্ত পারফরম্যান্সও ছিল চোখে পড়ার মতো। পুরো ম্যাচে চারটি স্টাম্পিং করে ঢাকার ব্যাটিং ধস আরও ত্বরান্বিত করেন এই ইংলিশ উইকেটকিপার।
চরম বিপর্যয়ের মধ্যেও কিছুটা লড়াইয়ের পুঁজি এনে দেন সাইফউদ্দিন ও নাসির হোসেন। নাসির ১৭ রান করে ফিরলেও সাইফউদ্দিন ২৫ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১২২ রানে অলআউট হয় ঢাকা।
চট্টগ্রামের হয়ে বোলিংয়ে উজ্জ্বল ছিলেন তানভীর ও শরিফুল ইসলাম। তানভীর মাত্র ৮ রান দিয়ে ৩ উইকেট নেন, আর শরিফুল ১৮ রান খরচায় শিকার করেন ৩ উইকেট। শেখ মেহেদী নেন ২ উইকেট।
এই জয়ের মাধ্যমে আত্মবিশ্বাসী চট্টগ্রাম রয়্যালস পয়েন্ট টেবিলে শক্ত অবস্থান তৈরি করল, আর টানা তৃতীয় হারের হতাশায় ডুবে রইল ঢাকা ক্যাপিটালস।
Leave a Reply
You must be logged in to post a comment.